Published :
Updated :
প্রগতিশীল বামপন্থী বুদ্ধিজীবী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক এবং শিক্ষক যতীন সরকার ৮৯ বছর বয়সে মারা গেছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত জানিয়েছেন, বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
যতীন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। জুন মাসে তিনি পড়ে গিয়ে তার উরুর হাড়ে আঘাত পান।
এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। গত সপ্তাহে তাকে আবার ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা অব্যাহত ছিল।
যতীন সরকার দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন।
শ্রদ্ধা জানাতে তার মরদেহ উদীচীর ময়মনসিংহ ইউনিটে নিয়ে যাওয়া হবে।