Bangla
4 days ago

মারা গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী

Published :

Updated :

কৃষক শ্রমিক জনতা লীগের (কেএসজেএল) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দলের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী ঢাকায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন বলে দলটি নিশ্চিত করেছে।

দলের সূত্র জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সিদ্দিকীকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা সেবা গ্রহণের পরও তার অবস্থার অবনতি ঘটে, যার ফলে তিনি মারা যান। 

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শেষকৃত্য এবং দাফনের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে। 

Share this news