Bangla
2 days ago

মারা গেলেন এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী

Published :

Updated :

দেশের খ্যাতনামা শিল্পপতি ও কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ হোসেন চৌধুরী আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

সাঈদ হোসেন চৌধুরী ছিলেন ভাষাসৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর পুত্র এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট রাজনীতিবিদ সাবের হোসেন চৌধুরীর বড় ভাই। 

সাঈদ হোসেন চৌধুরী চা রপ্তানিকারক প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপের চেয়ারম্যান হিসেবে চা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রতিষ্ঠিত এইচআরসি গ্রুপ চা শিল্প ছাড়াও পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এছাড়া, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। 

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ছিলেন দেশের প্রতিনিধিত্বকারী এক উজ্জ্বল মুখ। তিনি স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সংস্থা ও বাণিজ্যিক ফোরামের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করেছেন।

শিল্পোদ্যোক্তা হয়েও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনে তার বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। 

Share this news