Published :
Updated :
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন রেড সি গেটওয়ে টার্মিনাল। কোম্পানির নির্বাহী চেয়ারম্যান আমের এ. আলিরেজা বলেছেন, তাদের সহযোগিতায় মাতারবাড়ীকে অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা কোম্পানিটিকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে এবং বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভূমিকা রাখতে আহ্বান জানান।
আলিরেজা জানান, বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে চট্টগ্রামকে রপ্তানি ও শিপিং হাবে রূপান্তর করতে তারা অবদান রাখতে চান। তিনি বলেন, পতেঙ্গা টার্মিনালের দক্ষতা বৃদ্ধিতে প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে রেড সি গেটওয়ে। ইতোমধ্যে ২৫ মিলিয়ন ডলারের কনটেইনার হ্যান্ডলিং ক্রেন অর্ডার করা হয়েছে এবং শিগগিরই আরও ২৫ মিলিয়ন ডলারের সরঞ্জাম অর্ডার দেওয়া হবে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্গমন হ্রাস করা হবে, যা পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিত করবে। মাতারবাড়ী বন্দরকে শিপিং হাবে রূপান্তর করার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়বে এবং বাংলাদেশ আরও বেশি নির্মাতার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং জাতিসংঘে জেনেভায় নিযুক্ত স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম।