Published :
Updated :
আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গতকাল রোববার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, চিঠি পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে মেঘনা আলমের ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণী বিএফআইইউতে পাঠাতে হবে।
এর আগে গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানায় মেঘনা আলম, দেওয়ান সমির এবং আরও দুই-তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম।
মামলার এজাহারে বলা হয়েছে, মেঘনা ও সমিরসহ অন্যান্যরা এক কূটনীতিকের কাছ থেকে ৫ মিলিয়ন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) আদায়ের জন্য চাপ দেন। যদিও ওই কূটনীতিকের নাম মামলায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।