Bangla
2 days ago

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান

Published :

Updated :

মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কোরআন শ্রমিক দলের সমাবেশের সূচনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ মে) দুপুর সোয়া ২টার দিকে তেলাওয়াতের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে নির্মিত অস্থায়ী মঞ্চে এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। 

নেতাকর্মীদের ভিড় ছড়িয়ে পড়ে কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকাতেও। ফলে কিছু সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কিছু সড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। এতে ছুটির দিনে এসব এলাকার বাসিন্দারা কিছুটা ভোগান্তির মুখে পড়েন।

দুপুর ১২টার দিকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে সমাবেশস্থলে।

সমাবেশ শুরুর আগে মাথায় গামছা বেঁধে হাজির হন রিকশাচালক নজরুল ইসলাম। ৭৫টি মে দিবস পার করা এই শ্রমিকের আশা, একদিন প্রকৃত শ্রমিক অধিকার নিশ্চিত হবে।

নারীরাও পুরুষদের পাশাপাশি সমাবেশে যোগ দেন। তাদের দাবিও নারীবান্ধব কর্মপরিবেশের। উপস্থিত শ্রমিকদের প্রত্যাশা, বিএনপি ক্ষমতায় গেলে শ্রম অধিকার সুরক্ষিত হবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশের মঞ্চে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Share this news