Bangla
2 days ago

মে মাসের এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা আজ

Published :

Updated :

মে মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ রোববার ( ৪ মে)। এদিন এক মাসের জন্য নতুন দর ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত মে ২০২৫ সালের সৌদি সিপি অনুযায়ী এই মাসের ভোক্তা পর্যায়ের বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত রোববার বিকেল ৪টায় জানানো হবে।

এর আগে গত ৬ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি। তার আগে ৩ মার্চ সেই দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফেব্রুয়ারিতে দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল। জানুয়ারিতে প্রথমে দাম অপরিবর্তিত থাকলেও পরে ১৪ জানুয়ারি ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়।

এদিন এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও নতুন করে ঘোষণা করা হবে।

Share this news