Bangla
2 days ago

মেগা প্রকল্পের নামে দুর্নীতি করা আওয়ামী লীগ পালিয়ে গেলেও দোসররা রয়ে গেছে: শামা ওবাায়েদ

Published :

Updated :

কেন্দ্রীয় বিএনপি'র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মেগা প্রকল্পের নামে দুর্নীতি করা আওয়ামী লীগ পালিয়ে গেলেও তার  প্রেতাত্মারা তারা রয়ে গেছে। যারা নানা অপকর্মের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ কে অশান্ত করে তুলছে। 

"এসো ভাই কুমারনদ বাচাই" স্লোগানে কুমার নদকে রক্ষায় শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার বড়দিয়া বাজারে আয়োজিত সামাজিক আন্দোলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় কুমার নদসহ সকল নদ-নদীকে বাঁচিয়ে রাখতে হবে। যারা অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীর ক্ষতি করছে, নদী পাড়ের স্থাপনাকে হুমকিতে ফেলছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।  

রাতে নদ থেকে বালু উত্তোলনকারীদের হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসনের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, এরপর যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 

সালথা ও নগরকান্দা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সময় স্থানীয় প্রশাসন  গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। 

এসময় এলাকার জনগণসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ehsanrana209@gmail.com 

Share this news