Published :
Updated :
সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোতে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় প্রশাসন।
৮ মে থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত মেঘালয়ের পূর্ব ও পশ্চিম জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস, দক্ষিণ ও পশ্চিম গারো হিলস জেলায় সীমান্তের শূন্যরেখা থেকে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় কার্যকর হচ্ছে।
‘নিরাপত্তা সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত ওইসব এলাকায় কারফিউ চলাকালে জমায়েত, অস্ত্র বহন, পণ্য ও গবাদিপশু পরিবহন, এমনকি সীমান্ত পারাপারও নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি সিলেটের তামাবিল সীমান্তে ভারত-বাংলাদেশের যৌথ জরিপ কার্যক্রমে স্থানীয়দের বাধার পর এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে।