Bangla
a day ago

মেঘনা ব্যাংকের এমডি কাজী আহসান খলিলের পদত্যাগ

Published :

Updated :

মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রোববার (২৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে আর দায়িত্বে থাকতে আগ্রহী নন। আগামী ২৭ অক্টোবর ২০২৫ থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানান তিনি।

পদত্যাগপত্রে নির্ধারিত তারিখ অনুযায়ী অব্যাহতির অনুরোধ জানিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলম এবং ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ (বিআরপিডি)-এর পরিচালক বরাবরও অনুলিপি পাঠিয়েছেন।

Share this news