Bangla
2 days ago

মেয়র পদে ঘোষণা পাওয়ার জন্য মুফতি ফয়জুল করীমের করা মামলা খারিজ

Published :

Updated :

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে ঘোষণা পেতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের করা আবেদনটি নির্বাচনী ট্রাইব্যুনাল খারিজ (বাতিল) করে দিয়েছে।

আজ (৫ মে) বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এই রায় দেন। 

মামলার আইনজীবী আবদুল্লাহ নাসের জানান, মামলাটি নির্বাচন গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে দায়ের না হওয়ায় আদালত এটি গ্রহণযোগ্য মনে করেনি। মুফতি ফয়জুল করীম ৪৪৫ দিন পরে মামলা দায়ের করেছিলেন।

এদিকে, মামলার রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের জুনে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি ফয়জুল করীম ৩৩,৮২৮ ভোট পেয়ে পরাজিত হন।  নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ। 

Share this news