Bangla
2 days ago

মিনেসোটায় আবাসিক এলাকায় প্লেন বিধ্বস্ত, যাত্রীদের কেউ বেঁচে নেই

Published :

Updated :

যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি আবাসিক এলাকায় ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে একটি বাড়িতে আঘাত হেনেছে। শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আইওয়া থেকে উড্ডয়ন করা এই প্লেনটি ব্রুকলিন পার্কের একটি বাসায় বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই তথ্য নিশ্চিত করেছে।

এটি ঘটেছে এমন সময়ে, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনা ঘটেছে। আরও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনে ফেডারেল এজেন্সিগুলোর বাজেট কাটা হলে শতাধিক বিমান নিরাপত্তা কর্মী চাকরিচ্যুত হন।

ব্রুকলিন পার্ক ফায়ার বিভাগের প্রধান শন কনওয়ে জানান, প্লেনের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে থাকেনি। তবে প্লেনটি যে বাড়িতে আঘাত করেছে, সেখানকার বাসিন্দাদের কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে, প্লেনে কতজন যাত্রী ছিল তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মিনেসোটায় তদন্ত করতে যাচ্ছে। তারা রোববার (৩০ মার্চ) থেকে তদন্ত শুরু করবে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্লেনটি বাড়িতে আঘাত করার পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ফায়ার বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ বলেন, "আমার দল ব্রুকলিন পার্কের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রথম প্রতিক্রিয়াকারীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।" 

Share this news