Bangla
2 days ago

মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি, ছিনতাই ২২ লাখ টাকা

Published :

Updated :

রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীর ওপর গুলি চালিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবারসহ বসবাস করেন।

আহত মাহমুদুল ইসলাম জানান, সকালবেলা তিনি বাসা থেকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় অবস্থিত তার মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝখানে অবস্থিত আব্দুল বাতেন সড়কে পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে আসা ছয়জন সন্ত্রাসী তার গতিরোধ করে। তারা তার কাছে থাকা টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে কোমরের বাঁ পাশে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

Share this news