Published :
Updated :
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা হতে রাত ৮টা পর্যন্ত পাইপলাইন সংস্কার কার্যক্রমের জন্য মোট ৭ ঘণ্টা মিরপুরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস। তিতাস জানায়, মিরপুর-১৪ নম্বরের প্রিন্সবাজার সংলগ্ন সড়কে নতুন গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রমের কারণে শতাব্দি সিএনজি ও এমবিএম গার্মেন্টসের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ অনুভূত হতে পারে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।