Bangla
a month ago

মণিপুরে গণপিটুনীতে নিহত ভারতীয় সাবেক সেনাসদস্য

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) সকালের দিকে মণিপুরের একটি বাফার জোন থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। নিহত ওই সাবেক সেনা সদস্যের নাম লালবই মেইতে। 

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সাবেক সেনাসদস্য ভুল করে ইম্ফল পশ্চিম জেলার সেকমাই এলাকায় মেইতেই ও কুকিদের ওই বাফার জোনে ঢুকে পড়লে একদল উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে। 
 
নিহত লালবই মেইতে মণিপুরের ক্যাংপোকপি জেলার মোতবাং এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ভারতীয় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। 

উল্লেখ্য, ত বছরের মে মাসে মণিপুরের হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় ও কুকি উপজাতিদের মধ্যকার জাতিগত সংঘাতে উত্তপ্ত মণিপুর রাজ্য। এ সংঘাতে এখন পর্যন্ত  দুই শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

 

Share this news