Bangla
2 days ago

মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৭ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং তাদের দলীয় আইনজীবীরা। সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ কোর্টে প্রবেশ করেন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজি এমএইচ তামিম মামলার আইনি দিক তুলে ধরেন। রায় ঘোষণা শুরু হয় সকাল ৯টা ৫৫ মিনিটে।

উল্লেখ্য, গত ৮ মে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায়ের জন্য ২৭ মে দিন ধার্য করেছিলেন, যা অনুযায়ী আজ রায় দেওয়া হলো।

Share this news