Published :
Updated :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলটি তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে ‘মুজিববাদ’কে দেখছে। তাঁর দাবি, মুজিববাদী আদর্শ থেকেই আওয়ামী লীগের উৎপত্তি এবং এই আদর্শের মাধ্যমেই দলটি দেশকে বিভক্ত করেছে, মানুষকে হত্যা ও গুম করেছে। তিনি জোর দিয়ে বলেন, “মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক বিষয় নয়।”
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী শহরের এক নম্বর রেলগেট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধ, জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা একসময় বাংলাদেশকে দিল্লীর করায়ত্ত করেছিল, তাদের থেকে সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হবে।”
তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ও ‘ফ্যাসিস্ট আদর্শের বাহক’ আখ্যায়িত করে বলেন, কেবল নিষিদ্ধ করে নয়, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আইনিভাবেও আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রসঙ্গে তিনি বলেন, “ওরা ভেবেছিল হামলা চালিয়ে আমাদের পদযাত্রা থামিয়ে দেবে, আতঙ্ক ছড়াবে। কিন্তু আমরা রাজপথে নেমেছি দেশের নতুন রাজনৈতিক বাস্তবতা গড়ার জন্য—এ যাত্রা থামবে না।”
পথসভায় আরও বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল।
সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৫টা ৫ মিনিটে বড়পুল এলাকা থেকে এনসিপির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের এক নম্বর রেলগেট এলাকায় এসে শেষ হয় এবং সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়।