Published :
Updated :
দুই দিনের ব্যবধানে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে আবারও ৩০ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ ইন করেছে।
আজ মঙ্গলবার (২৭ মে) ভোরে মুজিবনগরের সোনাপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ ওই ব্যক্তিদের কেদারগঞ্জ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে বিজিবির মুজিবনগর ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে যান।
আটকদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন। তারা জানিয়েছেন, জীবিকার তাগিদে তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কেদারগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার নাজমুল আহসান জানান, আটককৃতরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং তারা অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। বিএসএফ তাদের আটক করে মুজিবনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে।
এর আগে গত রোববার (২৫ মে) একই সীমান্ত দিয়ে বিএসএফ আরও ১৯ জন বাংলাদেশিকে পুশ ইন করেছিল।