Bangla
a day ago

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই

Published :

Updated :

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৬ ঘণ্টা কাজ করে।

ব্যবসায়ীরা জানান, বাজারের লুঙ্গি, বাইন্না, মিঠাই, দুধ, সেকা রুটি ও মুরগি পট্টির সব দোকানই পুড়ে গেছে। আগুনের সূত্রপাত হয় দইয়ের দোকান থেকে বলে ধারণা।

আনোয়ার বস্ত্র বিতানের মালিক মঞ্জুরুল ইসলাম জানান, তার ৬০ লাখ টাকার লুঙ্গি পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, বহু প্রান্তিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনে এসে ইউএনও মো. মহিন উদ্দিন ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

Share this news