Bangla
7 days ago

মুরাদনগরে নারীর ভিডিও ছড়ানোর অভিযোগে শাহ পরানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Published :

Updated :

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগীর বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী শাহ পরানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।

রিমান্ডে নেওয়া শাহ পরান ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই। 

এর আগে, ৩ জুলাই বিকেলে র‍্যাব তাকে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে গ্রেপ্তার করে। পরদিন তাকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয় এবং ৫ জুলাই আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Share this news