Bangla
2 days ago

মুসলিম বিশ্বে সামাজিক ব্যবসা প্রসারে ইসলামি এনজিওদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

Published :

Updated :

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মুসলিম বিশ্বের এনজিওগুলোকে আরও বেশি করে সামাজিক ব্যবসা উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে তারা বিশ্বব্যাপী মানবিক সহায়তায় ভূমিকা রাখতে পারে।

আজ রোববার (৬ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিভিন্ন দেশের এনজিও প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে অধ্যাপক ইউনূস বলেন, ‘বিশ্বজুড়ে আমরা নারীদের স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিই। তবে দারিদ্র্যের কারণে অনেকের জন্য তা দুরূহ হয়ে পড়ে। আমরা স্বাস্থ্যসেবাকে দরিদ্র মানুষের সহায়তার একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করি।’

তিনি আরও বলেন, সামাজিক ব্যবসা এমন একটি মাধ্যম, যার মাধ্যমে এই সহায়তা আরও বিস্তৃতভাবে প্রদান করা সম্ভব। বিশ্বজুড়ে তরুণদের সামাজিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়ে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে উপস্থিত এনজিও নেতারা জানান, অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসা উদ্যোগ ও তার প্রচারণা তাদের নিজ নিজ দেশে একই ধরনের উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে।

এ সময় তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার বিভিন্ন ইসলামি এনজিও সংগঠনের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটির সভাপতি অধ্যাপক মাহবুব আহমেদ, এসএডব্লিউএবির চেয়ারম্যান এবং ইউএনআইডব্লিউর হাই অ্যাডভাইজরি বোর্ড সদস্য এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউএনআইডব্লিউর কাউন্সিল সদস্য ড. আলী আফজাল এবং বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম. আবদুল আজিজ।

Share this news