Bangla
2 days ago

মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশে নেমেছে

Published :

Updated :

এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ, যা মার্চে ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে জানা যায়, এক বছর আগে এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ, যা এবার নেমে এসেছে ৮ দশমিক ৬৩ শতাংশে।

মূলত চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজিসহ নিত্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও সেবাখাতেও ব্যয় কিছুটা কমেছে।

Share this news