Bangla
2 days ago

নামিবিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ ও দ্বিপাক্ষিক আলোচনা

Published :

Updated :

বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া-তে নিযুক্ত মান্যবর হাইকমিশনার জনাব শাহ্ আহমেদ শফী ৭ মে নামিবিয়ার মাননীয় রাষ্ট্রপতি মিজ নাতেমবো নানদিন দাইতওয়াহ-এর নিকট নামিবিয়াতে বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশসহ মোট পাঁচটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশ পর্বের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানটি নামিবিয়ার রাজধানী উইন্ডহোক-এ অবস্থিত রাষ্ট্রপতির অতিথি ভবনে সকাল ১১.৩০:০০টায় শুরু হয়ে দুপুর ১২:৪৫ মিনিটে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে মান্যবর হাইকমিশনার জনাব শাহ্ আহমেদ শফী বাংলাদেশ ও নামিবিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে বক্তব্য প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়ন এবং নামিবিয়ার সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার যে ব্যাপক সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে গুরুত্বারোপ করেন। বিশেষ করে, বাংলাদেশের তৈরী পোশাক ও ওষুধশিল্পে বাংলাদেশ বিগত কয়েক দশক ধরে যে অভাবনীয় উন্নতিসাধন করেছে, সেকথা তুলে ধরে তিনি বলেন, নামিবিয়া চাইলে এদেশে পোশাক কারখানা স্থাপন করা সম্ভব এবং দুইদেশ থেকেই জনশক্তি নিয়োগ দিয়ে এ শিল্প স্থাপন করে পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নামিবিয়া তাঁদের বেকারত্ব সমস্যা সমাধানে সহযোগিতা গ্রহণ করতে পারে।

পৃথিবীর প্রায় একশত ষাটটি দেশে বাংলাদেশে উৎপন্ন ওষুধ রপ্তানি হয় এবং বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশ্বমানের এসব তথ্য উল্লেখ করে নামিবিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ থেকে ওষুধ আমদানির অনুরোধ করেন, পাশাপাশি, কেনিয়ায় বাংলাদেশের ওষুধ কারখানা স্থাপনের প্রসঙ্গ তুলে ধরে মান্যবর হাইকমিশনার নামিবিয়ায় বাংলাদেশি ওষুধ কারখানা নির্মাণেরও সুযোগ রয়েছে এবং এতে নামিবিয়া লাভবান হতে পারে বলে তিনি জানান। নামিবিয়াতে বাংলাদেশের তৈরী পোশাক কারখানা স্থাপনে উভয় দেশই লাভবান হওয়ার প্রসঙ্গে মান্যবর রাষ্ট্রদূত বলেন, এতে নামিবিয়ার জনগণের ব্যাপক হারে কর্মসংস্থান তৈরি হবে এবং তারা এ শিল্পে দক্ষতা অর্জন করবে।

অন্যদিকে, বাংলাদেশ নামিবিয়াতে পোশাক তৈরি করলে তা AGOA (African Growth and Opportunity Act)- এর আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে বিনা শুল্কে প্রবেশাধিকার পাবে । মান্যবর হাইকমিশনার বাংলাদেশ ও নামিবিয়ার মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন এবং দুই দেশের জনগণের মাঝে ঘনিষ্ঠতা বাড়ানোর উপরও জোর দেন এবং এ বছরের মধ্যে নামিবিয়া থেকে বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল প্রেরণের জন্য নামিবিয়ার রাষ্ট্রপতিকে অনুরোধ করেন এবং নামিবিয়া চাইলে বাংলাদেশ থেকেও সরকারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল আসতে পারে। এর পূর্বে তিনি ৭ মে নামিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ ও নামিবিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

৮ মে মান্যবর হাইকমিশনার নামিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব বাইল্যাটারাল রিলেশনস অ্যান্ড কোঅপারেশন-এর প্রধান এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময়ে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ডেস্কের উপপরিচালক এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ড. কাজী মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন। মান্যবর হাইকমিশনার বাংলাদেশের পোশাক, ওষুধ, সফটওয়ার ও চামড়াশিল্পসহ বিভিন্নক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডে স্থাপিত শিল্পকলকারখানা এবং এ সমস্ত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।       

Share this news