Published :
Updated :
নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—কামরুল হাওলাদার (৩০), আতিকুর রহমান (২৫), মো. আফ্রিদি (২৪) এবং মো. হাবিবুর রহমান সোহাগ (৩২)।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আফ্রিদির শরীরের ৮ শতাংশ, আতিকুরের ৫ শতাংশ, কামরুলের ৩.৫ শতাংশ এবং হাবিবুরের ১.৫ শতাংশ পুড়ে গেছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। সবাইকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. আসলাম জানান, চারজনই একটি টেক্সটাইল মিলে কাজ করেন এবং একসঙ্গে একটি রুমে থাকেন। সকালে রান্না করার সময় গ্যাস জমে থাকা কারণে ম্যাচ জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন। ঘটনা জানার পর দ্রুত তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।