Published :
Updated :
নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন। ব্যবসায়ীরা জানান, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী মুন্না বলেন, “২০ লাখ টাকার পণ্য তুলেছিলাম। প্রায় সবই পুড়ে গেছে।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ জানান, আগুনে করপোরেশন নির্মিত ৬৪২ দোকানের মধ্যে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে। দাহ্য দ্রব্য থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।