Bangla
7 months ago

নারী সংস্কার কমিশনের সুপারিশ চ্যালেঞ্জ করে রিটের রায় ২৬ মে

Published :

Updated :

নারী সংস্কার কমিশনের কিছু বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে আগামী ২৬ মে আদেশ দেবেন আদালত। 

আজ সোমবার (১৯ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন নির্ধারণ করেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রওশন আলী এবং কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

এর আগে হাইকোর্টে নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশকে বিতর্কিত ও সংবিধানবিরোধী উল্লেখ করে সেগুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের আবেদন জানিয়ে রিট দায়ের করা হয়।

Share this news