Bangla
10 months ago

নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম

Published :

Updated :

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা সোমবার ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সমাবেশ করেছে। 

আজ বিকেল সাড়ে ৩টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং সেক্রেটারি মাওলানা মামুনুল হক গত ২৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের দ্বারা নবী (সা.)-এর বিরুদ্ধে করা আক্রমণাত্মক মন্তব্য এবং বিজেপি সাংসদ নীতেশ নারায়ণ রাণের সমর্থনে সারা বিশ্বের ধর্মপ্রাণ ও নবীপ্রেমী মুসলমানদের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে।  

এই অপবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।  

Share this news