Bangla
6 months ago

নগর পরিবহনের কোম্পানিভিত্তিক পরিচালনা, ৮০টি আবেদন

Published :

Updated :

ঢাকা শহরের বাস পরিবহন ব্যবস্থাকে কোম্পানিভিত্তিকভাবে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ প্রক্রিয়ায় আস্তে বর্তমানে ৮০টি বাস কোম্পানি আবেদন করার তথ্য জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসি) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

সোমবার (১১ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে তিনি বলেন, "এই উদ্যোগের আওতায় বাসের সক্ষমতা এবং অপারেশন কেমন হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। কোম্পানিভিত্তিক বাস পরিচালনা করার জন্য সংশ্লিষ্টরা সেই কমিটিতে থাকবে। নগর পরিবহন কোম্পানিভিত্তিকভাবে পরিচালনা করা হবে। এখন পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে।"

সভায় ডিএসসিসির প্রশাসক নজরুল ইসলাম উল্লেখ করেন, ঢাকা শহরের যানজট কমানো এবং আরামদায়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। 

তিনি জানান, পরবর্তী সভা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা নগর পরিবহন ব্যবস্থার অধীনে বেশ কিছু কোম্পানি থাকবে এবং সব বাস ঢাকা নগর পরিবহন নামেই চলবে। এছাড়া, অনলাইন সিস্টেম চালু করার বিষয়েও আলোচনা হয়েছে, যেখানে একটি কেন্দ্রীয় কাউন্টার থাকবে।  

Share this news