Bangla
2 days ago

নগর ভবন বন্ধ করে গায়ের জোরে আন্দোলন চালাচ্ছে বিএনপি: উপদেষ্টা আসিফ

Published :

Updated :

ইশরাক হোসেনের শপথ গ্রহণ বিষয়ে নগর ভবন বন্ধ করে বিএনপি গায়ের জোরে আন্দোলন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

আজ সোমবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এক পোস্টে বলেন, এই আন্দোলন নিয়ে যেসব আইনি জটিলতা রয়েছে, তার মধ্যে প্রথমত, হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইবুনাল রায় দিয়েছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি। 

তিনি আরও বলেন, "আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও, মতামত দেওয়ার আগেই এবং একই সময়ে দুইজন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত ১০টায় গেজেট প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে মামলায় অংশ নেওয়া হয়নি, এবং রায়ে তাদের প্রতি কোন নির্দেশনা উল্লেখ করা হয়নি।"

এছাড়া, শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করেছে, যা এখনও বিচারাধীন। একাধিক আইনি জটিলতার মধ্যে রয়েছে, যার মধ্যে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায় এবং মেয়াদ সংক্রান্ত জটিলতা।

তিনি আরও বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে এবং আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও উঠেছে। এই পরিস্থিতির মধ্যেও শপথ গ্রহণ সম্ভব নয়, যতদিন না উচ্চ আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তি হয়।

এসকল জটিলতা নিরসন হলে শপথ গ্রহণের কোনো সমস্যা থাকবে না, তবে ব্যক্তিগতভাবে ইশরাক হোসেনের আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি। 

Share this news