Bangla
a day ago

নগর ভবনে ‘ব্লকেড’ করবেন ইশরাকের সমর্থকরা আজ

Published :

Updated :

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকেরা আজ সোমবার (১৯ মে) নগর ভবনে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করবেন।

গতকাল রোববার (১৮ মে) দুপুরে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সাবেক সিনিয়র সচিব মো. মশিউর রহমান।

সমর্থকেরা জানিয়েছেন, আজ সকাল ১১টা থেকে নগর ভবন ও এর আশপাশে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু হবে এবং এটি চলবে দুপুর ৩টা পর্যন্ত।

এর আগে, গত ১৪ মে থেকে চলমান অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ইতোমধ্যে ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা দেয়। তবুও এখনো তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।

Share this news