Bangla
2 days ago

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি আগামী ১৩ মে

Published :

Updated :

জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারের আবেদন বিষয়ে আপিল শুনানির জন্য আগামী মঙ্গলবার (১৩ মে) দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।

বুধবার (৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন নির্ধারণ করে দেন।

শুনানির তারিখ নির্ধারণের দিনে জামায়াতের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে, গত ১২ মার্চ থেকে জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনরুদ্ধারের আপিল শুনানি শুরু হলেও পরবর্তী সময়ে আর কোনো অগ্রগতি হয়নি।

Share this news