Bangla
5 months ago

নিখোঁজ স্কুলছাত্রী সুবা উদ্ধার

Published :

Updated :

অবশেষে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে। 

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় সুবা বলেন, "আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো।"   

অন্যদিকে পুলিশ জানায়, পরিবারের লোকজন নওগাঁয় পৌছালে তাদের হাতে হস্তান্তর করা হবে।

এর আগে আজ দুপুরে জানা যায় নওগাঁয় সন্ধান মিলেছে নিখোঁজ স্কুলছাত্রী সুবার।  

এদিকে মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে একছেলের হাত ধরে চলে যেতে দেখা যায় তাকে। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা জানান, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। 

এর আগে, মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয় ১১ বছরের আরাবি ইসলাম সুবা । 

Share this news