নির্বাচন ঘিরে স্বস্তি ফিরেছে, মতপার্থক্য থাকলেও ঐক্যের জায়গায় কাজ হবে: আমীর খসরু
Published :
Updated :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নিয়ে সবার মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছে।
তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হবে, সেসব বিষয়েই কার্যক্রম পরিচালিত হবে।
আজ রোববার (২২ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু জানান, বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন এবং বিএনপির নির্বাচনি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চান বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া বৈঠকে বাণিজ্যিক শুল্ক (ট্যারিফ) সম্পর্কেও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু।