Bangla
13 days ago

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ জারি করলো ইসি

Published :

Updated :

নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষকদের সর্বোচ্চ তিন দিন মাঠে অবস্থানের অনুমতি এবং ন্যূনতম এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতা রাখার শর্ত যুক্ত করে "নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫" জারি করেছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় নির্বাচন কমিশনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় নিবন্ধিত ৯৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে ইসি।

দলীয় প্রভাবের ভিত্তিতে অনেক অযোগ্য সংস্থাকে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছিল।

বর্তমানে নির্বাচন কমিশন পর্যবেক্ষণ নীতিমালা সংশোধন করেছে এবং খুব শিগগিরই নতুনভাবে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের কার্যক্রম শুরু হবে। 

Share this news