Bangla
7 months ago

নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি

Published :

Updated :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে তাদের বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেছে।

আজ বুধবার (২১ মে) দুপুর ২টা ১০ মিনিটে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এ ঘোষণা দেন।

এর আগে, একই দিন দুপুর পৌনে ১২টায় নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভে অংশ নেয় এনসিপি। সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন দলটির কলাবাগান থানা প্রতিনিধি মাসুম বিল্লাহ।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবন ও তার আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন কমিশন এলাকায় কঠোর নিরাপত্তা জারি করা হয়। ভবনের সামনের সড়কে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়। নিরাপত্তায় পুলিশ ছাড়াও মোতায়েন ছিল র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ড এবং সেনাবাহিনীর সদস্যরা।

এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার জরুরি। দ্রুত সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই।

Share this news