Published :
Updated :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচনে বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষে নয়, জুলাই-আগস্টের গণআন্দোলনের পক্ষেরও নয়।
আজ রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "আমরা বহুবার বলেছি, এখনো বলছি জনগণ নির্বাচন চায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। আমরা চাই দেশ সেই লক্ষ্যেই এগিয়ে যাক।"
মির্জা ফখরুল বলেন, বিএনপি দীর্ঘদিনের পরীক্ষিত গণতান্ত্রিক দল। আমরা সোজা কথায় বিশ্বাস করি। কোনো বিপ্লব বা ষড়যন্ত্র নয়, বরং নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই আমরা ১৫ বছর ধরে চালিয়ে যাচ্ছি। মানুষের বাকস্বাধীনতা, বিচার এবং ন্যায়বিচারের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের এই সংগ্রাম।
তিনি আরও অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিএনপিকে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে। মিথ্যা প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তবে দেশের মানুষ বিএনপিকে চেনে এবং জানে।