Published :
Updated :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকেও মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত নেতা নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, “নুর একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”
সাদা পাথর লুট সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুদক একটি সরকারি সংস্থা। তারা যে প্রতিবেদন দিয়েছে, তা গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সেনাবাহিনীর সদস্যরা ছাড়াও সিলেট বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, বিজিবি, আনসার, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।