Bangla
8 days ago

নির্বাচনের আগেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খুঁজছে সরকার

Published :

Updated :

আগামী জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার প্রক্রিয়া শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এ লক্ষ্যে ৭ জুলাই গঠিত ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি ২০ জুলাই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রধানমন্ত্রীর আবাসনের জন্য হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ এবং তার পাশের ২৪ ও ২৫ নম্বর বাংলোকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে কমিটি। বর্তমান গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের কাজ চলায় সেখানে ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী বসবাস করবেন না বলে স্পষ্ট করা হয়েছে।

মন্ত্রীদের জন্য নতুন আবাসন খোঁজার কারণ হিসেবে জানা গেছে, মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের ৩০টি ফ্ল্যাটের মধ্যে ১২টিতে বিচারপতিরা এবং বাকিগুলোতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকছেন। ফলে, নতুন সরকার গঠনের পর এসব কর্মকর্তাদের সরানো বিব্রতকর হতে পারে।

এ ছাড়া গুলশান ও ধানমন্ডির দুটি পরিত্যক্ত বাড়িকেও মন্ত্রীদের আবাসনের জন্য বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আবাসনের জন্য কী করণীয়, সে বিষয়ে সুপারিশ করেছে কমিটি। এখন সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। 

Share this news