Published :
Updated :
বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে, তা বাংলাদেশই ঠিক করবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
তবে নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে রয়েছে ইইউ এবং তারা এ বিষয়ে কোনো চাপ প্রয়োগ করছে না বলেও জানান তিনি।
সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাইকেল মিলার বলেন, রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকার যেন একসঙ্গে কাজ করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে, সেটাই ইউরোপীয় ইউনিয়নের প্রত্যাশা।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে সহায়তা দিতে প্রস্তুত, তবে নির্বাচনের তারিখ নির্ধারণের দায়িত্ব পুরোপুরি বাংলাদেশের।
জুলাইয়ের গণ-আন্দোলনে হতাহতদের ঘটনায় দোষীদের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করার কথাও বলেন তিনি। রাজনৈতিক পরিবর্তনের এই সময়টিকে সংস্কারের জন্য বড় সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন স্বাগত বক্তব্য দেন।