Bangla
2 days ago

নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও অপরাধ দমনে ডিএমপি কমিশনারের কঠোর নজরদারির নির্দেশ

Published :

Updated :

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এপ্রিল-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশ একটি শৃঙ্খলিত বাহিনী, যা আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হয়। দায়িত্ব পালনের সময় পোশাক, আচরণ, সেবা ও মনোবলে নিজেদের সর্বোচ্চ অবস্থানে রাখতে হবে। অপেশাদার আচরণ কিংবা দায়িত্ব পালনে শিথিলতার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও নির্দেশনা দেন, প্রতিটি থানায় আলাদা আলাদা দল গঠন করে তদন্ত, মাদক উদ্ধার এবং চোরাই মালামাল উদ্ধারের কাজ বাড়াতে হবে। অপরাধ দমন ও মামলা নিষ্পত্তির হার বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা মনোবল অটুট রেখে দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। 

এছাড়া মাসিক অপরাধ সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশংসনীয় কাজের জন্য ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
 

Share this news