Bangla
2 days ago

নিউইয়র্কে ড. ইউনুসের বক্তব্যে ‘জিয়ার প্রতিধ্বনি’ শুনছেন মির্জা ফখরুল

Published :

Updated :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের ভাষণে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কথা মনে পড়ে গেছে।

শনিবার নিউইয়র্কে “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস” অনুষ্ঠানে ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “যখন আমাদের সম্মানিত ও বিশ্বখ্যাত প্রফেসর ইউনুস কথা বলছিলেন, তখন আমি অনুভব করছিলাম যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাই শুনছি।" 

“জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দূর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। সেই কথাগুলোই প্রফেসর ইউনুসের মুখে প্রতিধ্বনিত হচ্ছিল।”

তার বয়স নিয়ে কিছুটা হাস্যরস তুলে ধরে ৭৭ বছর বয়সী বিএনপি নেতাটি বলেন, “আমাকে সবথেকে বয়স্ক হিসেবে পরিচয় করানো হয়েছে, কিন্তু আমার মনে এখনও আমি এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের মতোই তরুণ।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সংগ্রাম বাংলাদেশীদের স্বভাবসিদ্ধ। যেকোনো সংকটে তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তা জানে। জুলাই বিদ্রোহ তার প্রমাণ।”

“বাংলাদেশের মানুষ প্রতিবারই প্রতিরোধ করেছে। যে দিন থেকে একটি নিষ্ঠুর, জঘন্য শাসক দলের শাসন শুরু হয়েছে, তখন থেকেই মানুষ লড়াই শুরু করেছে। আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলছি না—প্রত্যেকে এর বিরুদ্ধে সংগ্রাম করেছে। যেমন তেঁতুলিয়ার মানুষ লড়েছে, ঠিক তেমনি আপনরাও বৈদেশিক প্রবাসে লড়াই করছেন।”

তরুণ প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, “আমরা, বয়স্করা, অনেক সংগ্রাম করেছি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, পরে গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমি আশা করি ভবিষ্যতেও আমরা আবার লড়াই করব এবং তা ফিরিয়ে আনব।”

ফখরুলের বিশ্বাস, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে “স্বপ্ন” দেখতে হবে এবং সর্বোপরি রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে।

Share this news