Bangla
6 months ago

নৈতিক স্খলনের অভিযোগে এনসিপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Published :

Updated :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে দলীয় সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা আড়াইটায় এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান দলের যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত।

সারোয়ার তুষারকে পাঠানো নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত নৈতিক স্খলনের অভিযোগ সম্পর্কে দল জানতে চায় তার সুস্পষ্ট অবস্থান ও ব্যাখ্যা। আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব মো. আখতার হোসেন যৌথভাবে জানতে চেয়েছেন, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। তাকে দলের রাজনৈতিক পর্ষদ এবং গঠিত তদন্ত কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে এনসিপির সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত, সোমবার (১৬ জুন) সারোয়ার তুষার এবং দলটির এক কেন্দ্রীয় নারী নেত্রীর মধ্যে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে নানা বিতর্কের সৃষ্টি হয়। অনেকে অভিযোগ করেন, সারোয়ার তুষার ওই নারী নেত্রীকে হয়রানি করেছেন। যদিও এনসিপির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এই অডিও বা ঘটনা উল্লেখ করা হয়নি, তবে দলের একাধিক সূত্র জানিয়েছে, ওই অডিওর কারণে সৃষ্টি হওয়া বিতর্কের প্রেক্ষিতেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Share this news