Bangla
3 days ago

নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি: গাইবান্ধায় নাহিদ ইসলাম

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

নতুন দেশ গড়ার আহ্বানে গাইবান্ধা থেকে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে পৌরপার্কে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কর্মসূচির সূচনা ঘোষণা করেন।

নাহিদ ইসলাম বলেন, "২০২৪ সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। সেই সরকার পতন হয়েছে। কিন্তু নতুন দেশ গঠন এখনও হয়নি। এবার আমরা সেই নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি। গাইবান্ধা থেকেই সেই সংগ্রাম শুরু করেছি।"

তিনি আরও বলেন, "গাইবান্ধার মানুষ দীর্ঘদিন বৈষম্যের শিকার। জুলাই গণ-অভ্যুত্থানে গাইবান্ধার ছয়জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ নতুন স্বাধীনতার পথ তৈরি করেছে। এই আত্মত্যাগ এনসিপি এবং বাংলাদেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে।"

আন্দোলনের লক্ষ্য নিয়ে তিনি বলেন, "এই অভ্যুত্থানে হাজারো মানুষ রক্ত দিয়েছে। এক নতুন বাংলাদেশের জন্য। যেখানে কথা বলার জন্য কাউকে পুলিশের লাঠি, গুলি কিংবা নির্যাতনের শিকার হতে হবে না। ২০২৪ সালেই আমাদের ভয় কেটে গেছে। বাংলাদেশে আর কোনো ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেবো না।"

তিনি সবাইকে নির্ভয়ে মত প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, "আপনারা নির্ভয়ে কথা বলবেন, মত প্রকাশ করবেন। এনসিপি আপনাদের পাশে আছে।"

এর আগে নেতারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সাদুল্লাপুরে পথসভা, শহীদ মিনারে শ্রদ্ধা ও জনসংযোগ কর্মসূচি পালন করেন।
‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি এনসিপির রাষ্ট্র সংস্কার, নতুন সংবিধান ও জনতার অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী আন্দোলনের অংশ। 

Share this news