Bangla
4 days ago

নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে আসছে ১২ আগস্ট

ছবি: বাসস।
ছবি: বাসস।

Published :

Updated :

আগামী ১২ আগস্ট থেকে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” থিমে নতুন সিরিজের নোট চালুর অংশ হিসেবে এই ১০০ টাকার নোট ইস্যু করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নোট প্রথমে মতিঝিল অফিস থেকে ছাড়া হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শাখা অফিস থেকেও বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন নকশার ১০০ টাকার পাশাপাশি পুরোনো সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের কথা মাথায় রেখে ১০০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা এসব নোট মিরপুরের মুদ্রা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন। 

Share this news