Published :
Updated :
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মনে করেন, নতুন সংবিধান প্রণয়নে দীর্ঘ সময় লাগতে পারে। রবিবার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে নতুন সংবিধান প্রণয়নে ৮-৯ বছর লেগেছে; বাংলাদেশেও দীর্ঘ সময় লাগতে পারে।
তিনি বলেন, এই অন্তর্বর্তী সময়ে বর্তমান সংসদ সংবিধানের পরিচালকের ভূমিকা পালন করতে পারে এবং ৭২-এর সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে।
গণপরিষদ গঠনের পর নতুন সংবিধান প্রণয়ন ২-৩ বছর লাগতে পারে বলেও তিনি ধারণা দেন। এ সময় প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাস, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ ও বিচার বিভাগের স্বাধীনতার মতো মৌলিক বিষয়গুলোতে সংসদীয় পরিবর্তনের পক্ষে মত দেন।
জুলাই সনদের কিছু মৌলিক প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী দুই মেয়াদে সীমাবদ্ধ থাকার প্রস্তাবের চেয়ে তার ক্ষমতা কমানোর বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বলে মত দেন।
তিনি আরও বলেন, উচ্চ আদালত ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়েও নতুন সংবিধানে পুনর্বিবেচনা প্রয়োজন।