Published :
Updated :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে এটি স্পষ্ট।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "কারা আঘাত করেছে সেটা বড় বিষয় নয়, তবে এটা নিশ্চিতভাবে বলা যায় নুরুল হক নুরকে হত্যা করার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে, এটা খুবই দুঃখজনক।”
নুরের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি হলেও এখনও আশঙ্কামুক্ত নন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “যেসব স্থানে তার ইনজুরি হয়েছে, সেগুলো খুবই স্পর্শকাতর ও গুরুতর। তার মস্তিষ্কে চোট লেগেছে, রক্তক্ষরণও হয়েছে।”
তিনি আরও বলেন, “চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, এখানে চিকিৎসার কোনো ঘাটতি হয়নি, সব ঠিকঠাকভাবেই চলছে। তবে তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে, এরপর বাইরে গিয়ে আরও পর্যবেক্ষণ দরকার। এখনো সে স্বাভাবিকভাবে খেতে পারছে না, তাকে তরল খাবার দেওয়া হচ্ছে পাইপের মাধ্যমে। সম্পূর্ণভাবে সুস্থ হতে সময় লাগবে।”
নুরের শারীরিক অবস্থা মূল্যায়ন ও আরও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে পাঠানো দরকার বলেও মন্তব্য করেন তিনি।