Bangla
8 days ago

নভেম্বরের প্রথম ৫ দিনে দেশে এসেছে ৫৮ কোটি ডলার

Published :

Updated :

চলতি নভেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ১১ কোটি ৬৮ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪২ কোটি ১০ লাখ ডলার, ফলে এক বছরে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

আরিফ হোসেন খান আরও বলেন, শুধু ৫ নভেম্বর একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের (জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত) মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৩ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে, অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

Share this news