Published :
Updated :
বিএনপির সহযোগী তিন সংগঠন—জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ আয়োজন করতে যাচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে প্রায় ১৫ লাখ তরুণ-তরুণী এই কর্মসূচিতে অংশ নেবেন।
দুপুরে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত সোমবার (২৬ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সমাবেশের ঘোষণা দেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, “চট্টগ্রামে তারুণ্যের ব্যাপক সাড়া আমরা পেয়েছি। খুলনা ও বগুড়ায় আমাদের নির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে। ঢাকার এই সমাবেশে আগের সব রেকর্ড ভেঙে ফেলবে বলেই আমরা আশাবাদী।”