Bangla
17 hours ago

অনলাইনে রিটার্ন দাখিল করতে অক্ষম করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সুযোগ দিলো এনবিআর

Published :

Updated :

অনলাইনে রিটার্ন দাখিল করতে অক্ষম করদাতাদের যৌক্তিক কারণ দেখিয়ে কাগজভিত্তিক (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এজন্য ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন জমা দিতে হবে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী এনবিআর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। বিশেষ আদেশ নং–১/২০২৫ অনুযায়ী, বিশেষ শ্রেণির করদাতা ছাড়া সকল স্বাভাবিক করদাতাকে পোর্টালের মাধ্যমে ই-রিটার্ন জমা দিতে হবে।

যদি কারিগরি সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারে, তবে তারা নির্ধারিত সময়ে যৌক্তিক কারণসহ লিখিত আবেদন করলে পেপার রিটার্ন জমা দেওয়ার অনুমতি পাবে। এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন ৩১ অক্টোবরের পরিবর্তে ১৫ নভেম্বর পর্যন্ত। এরপর সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করা সম্ভব।

এর আগে, ৩ আগস্ট বিশেষ আদেশে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ছাড়া সারাদেশের সকল সাধারণ করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল।

Share this news