Bangla
3 days ago

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জে আপিলের শুনানি ১৬ জুলাই

Published :

Updated :

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জে করা লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহসিন রশিদ।

এর আগে ১৩ জানুয়ারি হাইকোর্ট রায়ে বলেছিলেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন মেনে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে।”

এই রায়ের বিরুদ্ধে আপিল করেন রিটকারী। 

Share this news